Views Bangladesh Logo

চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে সুমন-টুটুল

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে শাহীন সুমন সভাপতি ও শাহীন কবির টুটুল মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ।

৩৯১ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৫৯ জন। সভাপতি পদে টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন ১৬৬ ভোট এবং মহাসচিব পদে শাহীন কবির টুটুল ১৮০ ভোট পেয়ে জয়ী হন।

দুই বছর মেয়াদি নতুন কমিটিতে অন্য বিজয়ীরা হলেন, সহ সভাপতি আবুল খায়ের, উপ মহাসচিব কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সায়মন তারিক, প্রচার-প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান। কার্যনির্বাহী সদস্যরা হলেন, ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ