মহাকাশ ভ্রমণের পর প্রথম সংবাদ সম্মেলনে সুনিতা ও বুচ
জনসন স্পেস সেন্টারে নাসার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, যা তাদের প্রত্যাবর্তনের পর প্রথম জনসমক্ষে উপস্থিতি।
মহাকাশে দীর্ঘ সময় ধরে অবস্থান নিয়ে আলোচনা করেন তারা। এটিকে 'অনন্য ঘটনা' হিসাবে বর্ণনা এবং শেখা শিক্ষাগুলি তুলে ধরেন।
মঙ্গলবারের (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে দুজনেই স্টারলাইনার মহাকাশযানের প্রশংসা এবং এটিকে 'অত্যন্ত সক্ষম' বলে অভিহিত করেন। সুনিতা ও বুচ আশ্বস্ত করেন, ভবিষ্যতের মিশনে সমস্যাগুলোর সমাধান করা হবে।
বুচ বলেন, 'আমরা আমাদের যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধান করব। আমরা এটিকে আবারও কার্যকর করব'।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ২৮৬ দিন কাটানোর পর ১৮ মার্চ সুনিতা এবং বুচ পৃথিবীতে ফিরে আসেন। প্রাথমিকভাবে আট দিনের মিশন পরিকল্পনা করা হলেও, বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের কারিগরি সমস্যায় তাদের অবস্থান বাড়ানো হয়। সহকর্মী নভোচারী নিক হেগের সঙ্গে এই দুজনকে স্পেসএক্সের ক্যাপসুল 'ক্রু-১০' মিশনে ফিরিয়ে আনা হয়।
মিশনটি নাসা এবং স্পেসএক্সের যৌথ প্রচেষ্টা ছিল, যেখানে এলন মাস্কের স্পেসএক্স ক্যাপসুল মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনে।
মহাকাশে ফিরে আসার বিষয়ে বুচ বলেন, 'আমি দ্রুত মহাকাশে ফিরে যেতে পারি'। তিনি যোগ করেন, প্রত্যাবর্তন বিলম্বিত হলেও তারা সুপ্রশিক্ষিত এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন। তাই তারা 'আটকে পড়া' বোধ করেননি।
তাদের অভিযানের সময় জনসাধারণের প্রত্যাশা সম্পর্কে মতামত জানান সুনিতাও। তিনি স্বীকার করেন, যে স্তরের মনোযোগ পেয়েছেন, তা তারা প্রত্যাশা করেননি। তাদের যাত্রায় মানুষের আগ্রহ দেখে তারা কতোটা সম্মানিত এবং বিনীত, সেটিও প্রকাশ করেন সুনিতা।
কক্ষপথে তাদের কাজের সহযোগিতামূলক প্রকৃতিতে আলোকপাত করে নিক হেগ জোর দিয়ে বলেন, 'মহাকাশে কাজের সময় আমরা কোনো রাজনীতি অনুভব করি না'।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে