Views Bangladesh Logo

বৈশ্বিক টুর্নামেন্টে থ্যাইল্যান্ডের বক্সারকে হারালেন বাংলাদেশের সুরা কৃষ্ণ

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যাংককে একটি আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে জয়লাভ করে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি বক্সার সুরা কৃষ্ণ চাকমা।

গত ২৫ জানুয়ারি ‘ওয়ে অফ দ্য চ্যাম্পিয়নস: রোর অফ ড্রাগনস’ শিরোনামে থাইল্যান্ডের ব্যাংককের স্পেসপ্লাস ভেন্যুতে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে লাইটওয়েট ক্যাটাগরিতে থাই বক্সার সোর্নরামার বিরুদ্ধে লড়েন সুরা কৃষ্ণ।

ছয় রাউন্ড হওয়ার কথা থাকলেও মাত্র দুই রাউন্ডেই লড়াই শেষ হয়ে যায়। কারণ দ্বিতীয় রাউন্ডেই থাই বক্সার সোর্নরামকে নকআউট করেন সুরা কৃষ্ণ। মাত্র এক মিনিট ৫০ সেকেন্ড সময় নেন বাংলাদেশি এই বক্সার৷

এদিকে ২ রাউন্ডজুড়ে তার শক্তিশালী ঘুষিতে বিমোহিত হন উপস্থিত দর্শকরা।

সুরার বিজয় উদযাপন করতে এই বক্সিং ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আরমান হক। তার এই সাফল্যে বক্সিং ফেডারেশনের চেয়ারম্যান আদনান হারুন বলেন, 'আমরা সবসময় আমাদের দেশের অ্যাথলেটের ওপর বিশ্বাস রাখি। বক্সিংয়ের প্রতি তাদের ভালোবাসা ও প্রত্যয়ের কারণেই আমরা আজ আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করতে পারছি। আর সুরকৃষ্ণের কথা আলাদা করে বললে, প্রতিটা ম্যাচের জন্য সে যেভাবে নিজেকে প্রস্তুত করে, সেটির ফলাফল হিসেবেই আজ আমরা গর্বিত।'

এর আগে এশিয়ান বক্সিং ফেডারেশন থেকে সুপার লাইটওয়েট ক্যাটাগরিতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেন সুরা কৃষ্ণ।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ