আত্মহত্যাই করেন সুশান্ত সিং রাজপুত: সিবিআই

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে পাঁচ বছর ধরে জল্পনা-কল্পনার পর সিবিআই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, তিনি আত্মহত্যা করে মারা গেছেন।
গোয়েন্দা সংস্থাটি শনিবার (২২ মার্চ) মুম্বাইয়ের বান্দ্রা আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে রিপোর্ট করা হয়। সিবিআইয়ের চূড়ান্ত তদন্তেও ওই সিদ্ধান্তেরই পুনরাবৃত্তি করা হয়েছে। কোনো নতুন তথ্য বা দৃষ্টিকোণ উঠে আসেনি।
সিবিআইয়ের একজন কর্মকর্তা জানান, চূড়ান্ত প্রতিবেদনে সাক্ষীদের সাক্ষ্য এবং মামলার বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৮ এপ্রিল।
তবে মামলাটি বন্ধ করার কারণ সম্পর্কে আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ তার বান্দ্রার অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। সুশান্তের অফিস সহকারী দিশা স্যালিয়ানেরও এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল এবং তার বাবা তখন থেকে বোম্বে হাইকোর্টে তার মৃত্যুর নতুন তদন্তের আবেদন জানিয়ে আসছেন, যা রহস্যের আড়ালে রয়েছে।
সুশান্তের চাচাতো ভাই নীরজ কুমার সিং বাবলুও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। তবে, সিবিআই মামলাটি বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দুটি মৃত্যুর তদন্তে কোনো দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে