ট্রাম্পের সমাবেশে সন্দেহভাজন বন্দুকধারী নিহত
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলিবিদ্ধ করা সন্দেহভাজন বন্দুকধারী ও এক পথচারী নিহত হয়েছেন।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড গোল্ডিংগার জানান, বন্দুকধারীসহ দুইজন নিহত হয়েছেন।
গোল্ডিংগারকে উদ্ধৃত করে এবিসি নিউজ জানিয়েছে, দ্বিতীয় পথচারীও আহত হতে পারেন।
স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারের মঞ্চে বক্তব্য রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তার ডান কান ছুঁয়ে যায় এবং তিনি মঞ্চে বসে পড়েন।
ওই মুহূর্তের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে নিরাপত্তারক্ষীরা চারপাশ থেকে তাকে ঘিরে ধরেন। এরপর ট্রাম্প যখন আবার উঠে দাঁড়ান, তার কান থেকে গালের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে