Views Bangladesh

Views Bangladesh Logo

সিডনি টেস্ট: চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার হিসাব-নিকাশ

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এবার চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট দল কারা হচ্ছে- এ নিয়েই এখন যত সব আলোচনা। ফাইনালে উঠার দৌঁড়ে রয়েছে তিনটি দল- অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকা। এরই মধ্যে মেলবোর্ন টেস্টে ভারতকে হারানোর পর ফাইনালে উঠার সমীকরণ সহজ করে রেখেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার ভোরে সিডনিতে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে জয় পেলেই চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠবে অস্ট্রেলিয়ানরা। যদি সিডনি টেস্টটি ড্র হয়, তাহলে ফাইনালে যেতে হলে শ্রীলংকা সফরে অন্তত একটি ম্যাচে জয় পেতে হবে তাদের। চ্যাম্পিয়নশিপের আরও ৩টি টেস্ট ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার। সিডনি টেস্টের পর এই জানুয়ারি মাসেই শ্রীলংকা সফরে যাবেন প্যাট কামিন্সরা।

এদিকে, চ্যাম্পিয়নশিপের আর মাত্র একটি টেস্ট ম্যাচই বাকি ভারতের। টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে রোহিত শর্মার দলের সিডনি টেস্টে জয়ের বিকল্প নেই। হেরে গেলে ফাইনালে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর ড্র হলে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। সব মিলে ভারতের জন্য ফাইনালে উঠার সমীকরণটা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে, কাগজে-কলমে হিসাবে ফাইনালের যাওয়ার সম্ভাবনা আছে শ্রীলংকারও। তাদের টিকে থাকার ব্যাপারটিও নির্ভর করছে সিডনি টেস্টের ফলের ওপর। ফাইনালে যেতে হলে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার হারের পাশাপশি ঘরের মাটিতে দুই টেস্ট ম্যাচের সিরিজ ২-০ তে জিততে হবে লংকানদের।

পয়েন্ট টেবিলের হিসাব বলছে, সিডনি টেস্টে জয়ের পর শ্রীলংকা সফরে দুই টেস্টে হেরে গেলেও অস্ট্রেলিয়ার পারসেন্ট পয়েন্ট হবে ৫৭.০২। তখন ভারতের ৫০ ও শ্রীলংকার হবে ৫৩.৮৫ পয়েন্ট। এক্ষেত্রে ফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। বর্তমানে পারসেন্ট পয়েন্টের তালিকায় অস্ট্রেলিয়া দলের অর্জন ৬১.৪৬ পয়েন্ট। ভারত ৫২.৮৭ ও শ্রীলংকার অর্জন ৪৫.৪৫ পয়েন্ট। সিডনি টেস্ট ড্র হলে এবং শ্রীলংকা সফরে দুই ম্যাচে হেরে গেলেও অস্ট্রেলিয়ার পারসেন্ট পয়েন্ট দাঁড়াবে ৫৩.৫১। আর যদি সিডনিতে জয় পায় ভারত এবং শ্রীলংকার বিপক্ষে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৫৭.০২। ভারতের হবে ৫৫.২৬। এরপর ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা সিরিজের দিকে এবং প্রার্থনা করতে হবে অস্ট্রেলিয়া যেন একটির বেশি ম্যাচে ড্র না করে। অর্থাৎ অস্ট্রেলিয়া শ্রীলংকা সফরে একটি ম্যাচে হার ও একটিতে ড্র করলেই ফাইনালে চলে যাবে ভারত। সিডনি টেস্টে ড্র হলে ফাইনালের হিসাব-নিকাশ শেষ হয়ে যাবে তাদের।

অবশ্য সিডনি টেস্ট ড্র হলে তখন ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে শ্রীলংকার। ফাইনালে খেলতে হলে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজে ২-০ তে হারাতেই হবে শ্রীলংকাকে। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে লংকানদের পারসেন্ট পয়েন্ট হবে ৫৩.৮৫। অস্ট্রেলিয়ার ৫৩.৫১ এবং ভারতের হবে ৫১.৭৫।

চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিডনি টেস্টের তাৎপর্য বহুগুনে বেড়ে গেছে। এই টেস্টের ফলের ওপর ভিত্তি করেই শেষ সময়ের হিসাব-নিকাশ মিলিয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্ট দল। আগামী ১১ থেকে ১৫ জুন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ