সিডনি টেস্ট: ১৮৫ রানে অলআউট ভারত
বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। আর এই টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। কিন্তু তার সিদ্ধান্ত যে ভুল ছিল তা দলীয় স্কোরবোর্ডের দিকে তাকালেই বুঝা যায়। ৭২.২ ওভারে মাত্র ১৮৫ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া এই টেস্টে ব্যাট হাতে ভারতের কেউ ফিফটির দেখাও পায়নি। ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন ঋষভ পন্ত। ৩ চারে ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা। অতিরিক্ত খাত থেকেও আসে ২৬ রান। এছাড়া জাসপ্রিত বুমরাহ ৩ চার ও ১ ছক্কায় ২২, শুভমান গিল ২০ ও বিরাট কোহলি করেন ১৭ রান।
অন্যদিকে ভারতীয় ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলার ছিলেন স্কট বোল্যান্ড। তিনি ২০ ওভারে ৮ মেডেনসহ ৩১ রান দিয়ে ৪টি উইকেট নেন। মিচেল স্টার্ক ১৮ ওভারে ৫টি মেডেনসহ ৪৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর অধিনায়ক প্যাট কামিন্স ১৫.২ ওভারে ৪টি মেডেনসহ ৩৭ রান দিয়ে নেন ২টি উইকেট। আর নাথান লায়ন নেন অপর উইকেটটি।
জবাব দিতে নেমে ৩ ওভারেই ১টি উইকেট হারিয়ে হোঁচট খায় অস্ট্রেলিয়াও । দলীয় ৯ রানের মাথায় ইনিংসের শেষ বলে আউট হন উসমান খাজা। ২ রান এসেছে তার ব্যাট থেকে। বুমরাহর বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন খাজা।
শনিবার সকালে ৭ রানে অপরাজিত থাকা স্যাম কনস্টাসের সঙ্গে ব্যাট করতে নামবেন মার্নাশ ল্যাবুশেন। ভারতের চেয়ে এখনো তারা পিছিয়ে আছে ১৭৬ রানে।
পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই টেস্ট জিতলে দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়াও নিশ্চিত করবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে