Views Bangladesh Logo

সিলেটে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, দুই সহযোগী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের বালুচর এলাকায় আরিফ মিয়া (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডটি ঘটে মঙ্গলবার (২১ নভেবর)।

নিহত আরিফ মিয়া স্টেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নগরের বালুচরে ছাত্রলীগের দুটো গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাত ১২টার দিকে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরিফের শরীরে কমপক্ষে ২০টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
পরে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রনি মিয়া (২১) ও সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে সক্রিয় কাউন্সিলর নিপু গ্রুপের অনুসারী মামুন মজুমদার (২৮) ।
পরিবারের সদস্যরা জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে আরিফের ওপর হামলা চালালে তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত হওয়ার মাত্র চার থেকে পাঁচ দিন আগে আরিফ আরেকটি হামলার শিকার হয়েছিলেন। পুলিশ সন্দেহ করছে দুটি হামলার মধ্যে যোগসূত্র রয়েছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ