সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত ১৪
সিরিয়ায় এক অতর্কিত হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। এটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগত বাহিনীর কাজ বলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দাবি করেছে দেশটির ক্রান্তিকালীন সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, সিরিয়ার টারটাওস এলাকায় আসাদ সরকারের অবশিষ্টাংশদের হামলায় ১০ পুলিশ সদস্য আহতও হয়েছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বা নাগরিকদের জীবনের হুমকির কারণ হলে কাউকে ছাড় দেয়া হবে না।
হামলার বিষয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দি নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোমস শহরে গভীররাতে কারফিউ জারি করেছিল পুলিশ। সংখ্যালঘু আলাওয়াইট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলের কারণে ওই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মধ্যে কয়েকজন জানান, আলাওয়াইট সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতন ও প্রশাসনিক চাপের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভের আয়োজন করা হয়ে থাকতে পারে। কারণ এই গোষ্ঠীটি আসাদ সরকারের অনুগত ছিল। বাশার আল-আসাদের পরিবারও এই সম্প্রদায়ের সদস্য ছিলেন।
কারফিউ জারির বিষয়ে বক্তব্য জানতে বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে