টেক ট্রিপের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টেক ট্রিপ লিমিটেড বৃহস্পতিবার তাদের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেক ট্রিপ ৪ হাজার ৫শ’র উপরে ব্যবসায়িক ক্লায়েন্টকে সেবা প্রদান করে অল্প সময়েই বাংলাদেশের ভ্রমণ বাজারে একটি শীর্ষস্থানীয় অনলাইন ট্র্যাভেল এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টেক ট্রিপ তাদের গ্রাহকদের উন্নত প্রযুক্তির সঙ্গে সর্বোত্তম সেবা দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এতে এনডিসি, এমিরেটস, তুর্কি এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, ইউএস-বাংলা, এয়ার অ্যাস্ট্রা, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, সালাম এয়ারের মতো এয়ারলাইন্সের সরাসরি এপিআই অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে টেক ট্রিপের টিম এয়ারলাইন অংশীদার ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদ্যাপন করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে