ব্যবসায়ী, রোগী এবং শিক্ষার্থীদের ভিসা দিতে দিল্লিকে অনুরোধ তালেবানের
ভারতের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে দেশটির ব্যবসায়ী, রোগী এবং ছাত্রদের ভিসা দিতে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়েছে তালেবান শাসিত আফগানিস্তান। আর শরণার্থীদের পুনর্বাসনের ক্ষেত্রেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
বৈঠকের কয়েক ঘণ্টা পর কাবুলের তালেবান সরকার জানিয়েছে, ব্যবসা-বাণিজ্য, খেলা, সংস্কৃতি বিনিময় এবং স্থানীয় নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
অন্যদিকে ক্রিকেটের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপাক্ষিক কিছু বিষয়ে দুদেশের আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
বুধবার (৮ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির বৈঠকটি হয় দুবাইয়ে। বৈঠকে ছিলেন দুই দেশের উচ্চপর্যায়ের একাধিক মন্ত্রী ও কর্মকর্তারা।
২০২১ সালের ১৫ আগস্ট তালেবানদের কাবুল ও দেশটির ক্ষমতা দখল এবং আশরাফ ঘানির নেতৃত্বাধীন সরকারের পতনের পর ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের কিছুটা অবনতি হয়। অবশ্য ফের সুসম্পর্ক তৈরির চেষ্টা চলছে দুই দেশের পক্ষেই। ওই বৈঠকটি কাবুল ও নয়াদিল্লিকে আরও কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে আফগান নাগরিকদের ভিসা দিতেও এতদিন কঠোর ছিল ভারত। এমনকি তালেবান শাসনামলের আগে জারি করা সব ধরনের ভিসাও বাতিল করে দেয় সরকার।
ফলে ভারতে উচ্চশিক্ষা চালিয়ে যেতে ইচ্ছুক বহু আফগান শিক্ষার্থী আর যেতে পারছিলেন না। কয়েক দশক ধরে ভারতে এসে শুকনো ফলসহ নানা পণ্যের ব্যবসা চালানো আফগান ব্যবসায়ীরাই বেশি সমস্যায় পড়ছেন। তবে ভারতে চিকিৎসা নেয়ার অনুমতির ক্ষেত্রে আগে থেকেই কিছুটা ছাড় পাচ্ছেন দেশটির কিছু নাগরিক।
বৈঠকটির পর এখন প্রযোজ্য সব ক্ষেত্রেই ভারতীয় ভিসা পেতে আশাবাদী তালেবান সরকার।
অন্যদিকে দীর্ঘদিন ধরেই তালেবান সরকারকে ওষুধ পাঠানোসহ আরও নানা সাহায্য করে আসছে ভারত। বৈঠকে এই সাহায্য আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। ওষুধ, খাদ্যসামগ্রীসহ আফগানিস্তানে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ভারত পাশে দাঁড়াবে বলেও জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি।
সূত্রের খবর, বৈঠকে উঠে এসেছে ইরানের চাবাহার বন্দরের প্রসঙ্গও। ভারত-আফগানিস্তান, দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ বন্দরটির মাধ্যমেই যাবতীয় ব্যবসার পাশাপাশি অন্য দেশের পাঠানো ত্রাণসামগ্রী পায় কাবুল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে