মিরপুরে ফিরলেন তামিম ইকবাল
রাজধানীর মিরপুরের মাঠে এসেছেন দেশে-বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী ম্যাচ দেখতে হাজির হন তিনি। অসুস্থ হওয়ার আগে মোহামেডানের অধিনায়কত্ব করেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে গিয়ে গতমাসের শেষের দিকে বিকেএসপির মাঠে বড় ধরনের হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এখন অনেকটাই সুস্থ।
মিরপুরে প্রেসিডেন্ট বক্সে বসে নিজ দল মোহামেডানের খেলা উপভোগ করেন এই ওপেনার। তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সতীর্থদেরও। তামিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে তামিম ও নাফিস ইকবালের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শাহরিযার নাফীস লিখেছেন, ‘দেখুন কে ফিরেছে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে