Views Bangladesh Logo

তামিমকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই ২৪ ঘণ্টা কেটে যাওয়ায় তিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী ভিউজ বাংলাদেশেকে আরও বলেন, ‘তামিমকে এখন আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন কথাবার্তা বলার পাশাপাশি হাঁটা-চলাও করতে পারছেন। ধীরে ধীরে তার সব কিছু স্বাভাবিক হচ্ছে। ২৪ ঘণ্টা তো শেষ হলো। এখন অনেকটাই ভালো আছেন তামিম।’

কেবিনে স্থানান্তর করা হলেও কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন তামিম? এ প্রশ্নের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন বলে জানান দেবাশীষ চৌধুরী। তবে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘আজকে যে কোনো সময় তাকে এভারকেয়ারে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।’

উল্লেখ্য, গত সোমবার (২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে টস করতে নামার সময় বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর জানা যায়, বড় ধরনের হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশের কিংবদন্তি এই ক্রিকেটার। পরে তার হার্টে রিং পরানো হয়। জ্ঞান ফিরে তামিমের। কথা-বার্তা বলতেও শুরু করেন। তামিমের অসুস্থতার খবরে পুরো ক্রিকেট বিশ্বই যেন থমকে গিয়েছিল। এবার তামিমকে ঘিরে স্বস্তি ফিরছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ