হঠাৎ অসুস্থ তামিম ইকবাল, নেয়া হয়েছে লাইফ সাপোর্টে
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। যেখানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
ধারণা করা হচ্ছে, তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
এ ব্যাপারে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়।
তিনি আরও জানান, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।
জানা গেছে, ডিপিএলের আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়। তবে ম্যাচ শুরুর আগে টসের সময়ই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান ক্লাবের অধিনায়ক তামিম। বিকেএসপির মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে