জেলা-বিভাগ ক্রিকেটের উন্নয়নে যোগ্য ব্যক্তিকে ক্রিকেট বোর্ডে চান তামিম
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান বলেছেন, নিজ জেলা বা বিভাগ ক্রিকেটের উন্নয়নে অবদান না রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসার কোনো প্রয়োজন নেই।
শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে ক্রীড়া সংগঠকদের উদ্দেশে তামিম ইকবাল বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে বা একটা স্বপ্ন আছে যে-আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে, তাদেরকেই সিলেক্ট করা হোক।’
তামিম আরও বলেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগ ক্রিকেটের উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’
অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এই সাবেক অধিনায়ক বলেন, ‘অনেক সময় দেখা যায়, কেউ জেলা বা বিভাগ থেকে বিসিবিতে আসেন, তারপর পরিচালক হন। কিন্তু পরে নিজ জেলা বা অঞ্চলের কথা ভুলে যান। এটা মোটেও কাম্য নয়, বরং নেতৃত্ব মানেই হচ্ছে নিজের ঘরের উন্নয়নে অবদান রাখা।’
এ সময় আঞ্চলিক ক্রিকেট কাঠামোর যে দুর্বলতা রয়েছে, সেটিও স্বীকার করে নিয়ে তামিম ইকবাল বলেন, ‘কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলাম। দেখলাম, সেখানেও ভালো মানের একটি লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি, ক্রিকেট আমাদের সবচেয়ে বড় খেলা!’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে