Views Bangladesh Logo

তামিম এখনও পুরোপুরি সংকটমুক্ত নন: চিকিৎসক

 VB  Desk

ভিবি ডেস্ক

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের পরিচালক রাজিব হাসান জানিয়েছেন, তামিম ইকবালের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি সংকটমুক্ত নন। আগামী ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

সোমবার (২৪ মার্চ) সাভারে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর ম্যাচ চলাকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে গিয়ে তামিম হৃদরোগে আক্রান্ত হন। বিকেএসপির মাঠে খেলার সময় তিনি বুকে অস্বস্তি অনুভব করেন এবং দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সেখানে অস্ত্রোপচারের পর তার হৃদযন্ত্রে একটি ব্লক পাওয়া যায় এবং পরে একটি ভালভ রিং প্রতিস্থাপন করা হয়।

রাজিব হাসান বলেন, ‘তামিম ইকবাল ভাই সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তখনই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসা শুরু করা হয়। পরে বুঝতে পারি, তাকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। এরপর তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। তবে চিকিৎসার পর বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, আল্লাহর রহমতে।’

তিনি জানান, ডা. মারুফের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

রাজিব হাসান বলেন, ‘তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাই তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়। আল্লাহর রহমতে, ডা. মারুফ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ব্লকেজ সম্পূর্ণভাবে দূর করা হয়েছে।’

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘যদিও এখন তিনি স্থিতিশীল, তবে সংকট পুরোপুরি কেটে যায়নি। এটি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে, তামিম ইকবালের অসুস্থতার খবর পাওয়ার পর সোমবার নির্ধারিত বিসিবির বোর্ড সভা বাতিল করা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ