Views Bangladesh Logo

চট্টগ্রামে তরিকতপন্থিদের অবরোধে পুলিশের সাথে সংঘর্ষ

সুন্নি ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ছাত্রসেনার অবরোধ চলাকালে চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীেদের ছত্রভঙ্গ এবং কয়েকজনকে আটক করেছে পুলিশ।

২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদে একটি মসজিদের খতিব রইস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধরের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পরদিন ভোরে কারাগারে মারা যান তিনি। রইস ছিলেন ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি।

সোমবার (৫ মে) সকাল সাড়ে নয়টা থেকে মহানগরী ও উপজেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনঘণ্টা রেল-সড়ক অবরোধ করেন তরিকতপন্থি সুন্নিরা। বেলা ১১টার দিকে নগরীর মুরাদপুর সড়ক থেকে সরে যেতে বললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান অবরোধকারীরা। একপর্যায়ে ইট-পাটকেল ছুঁড়লে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ এবং ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে যান সেনা সদস্যরাও।

অবরোধকারীরা পরে বিবিরহাট ও মির্জাপুলে জড়ো হয়ে মিছিল নিয়ে জিইসির মোড়ে সড়ক অবরোধ করেন। এতে রাস্তার দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগরীর অক্সিজেন মোড় ও সল্টগোলা ক্রসিংয়েও সড়ক অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

এদিকে, সড়ক অবরোধে যানজটে চরম দুর্ভোগে পড়তে হয় অফিসগামী যাত্রী ও স্কুল শিক্ষার্থীদের। যান চলাচল বন্ধ থাকায় হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে অনেককে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ