মাকে বিদায় জানালেন তারেক রহমান
লন্ডন থেকে দেশে ফেরার পথে মাকে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। পরে তারেক রহমান মাকে বিদায় জানান। এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান।
কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে ফিরছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
এদিকে দলের নেত্রী দেশে ফিরছেন—এ খবরে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে চলছে জোর প্রস্তুতি।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার মতো ত্যাগী নারীনেত্রী এশিয়ায় বিরল। তিনি কখনো ফ্যাসিবাদের কাছে মাথানত করেননি। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তিনি আলোকবর্তিকা। এবারও তিনি দেশে ফিরে সেই সংগ্রামে নেতৃত্ব দেবেন।’
তিনি আহ্বান জানান, নেতাকর্মীরা যেন যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নেত্রীকে অভ্যর্থনা জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে