Views Bangladesh Logo

স্ত্রী জুবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের অসুবিধা চান না তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একসঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে ধানমন্ডির মাহবুব ভবনে অর্থাৎ তার বাবার বাসায় উঠবেন জোবাইদা।

ফেরার প্রস্তুতি ঘিরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। তবে তারেক রহমান ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন, নিরাপত্তার নামে প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন। বাড়ির ছোট মেয়ের আগমন উপলক্ষে বাসার সাজসজ্জা, নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পানি-বিদ্যুৎ-গ্যাস, জেনারেটর স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতির কাজ চলছে।

তিনি বলেন, জোবাইদা রহমানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসার ভেতরে এবং বাইরে নিরাপত্তাব্যবস্থা ঠিক করা হয়েছে। বাসার চারপাশে দেয়ালের ওপরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তাব্যবস্থার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ছাড়া বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

জোবাইদার নিরাপত্তা ঝুঁকি নিয়ে গত ৩০ মে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছেন। সেখানে গানম্যান, পুলিশ প্রহরা ও আর্চওয়ে বসানোর অনুরোধ জানানো হয়। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ইতোমধ্যে মাহবুব ভবন পরিদর্শনও করেছেন।

এই ভবনে বর্তমানে বসবাস করেন জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় বোন শাহীনা জামান ও তার পরিবার। জানা গেছে, সম্প্রতি ইকবাল বানু রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন জোবাইদা। এরপর জানা-অজানা সম্পদের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা হয় তার। যদিও গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সাজা স্থগিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ