ভারত-পাকিস্তানকে সংযমের আহ্বান তারেক রহমানের
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সামরিক হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবপক্ষকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ মে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘যেহেতু প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বাড়ছে, আমরা সামরিক হামলার নিন্দা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই’।
‘আমরা অংশীদারদের সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই’- বলেন তিনি।
বিএনপির এই শীর্ষনেতা বলেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্মিত স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।
ভারত-পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনা দক্ষিণ এশিয়াজুড়ে উদ্বেগ তৈরি করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে