খালেদা জিয়াকে উষ্ণ অভ্যর্থনায় জনগণকে ধন্যবাদ তারেকের
লন্ডন থেকে দেশে ফেরার পর তার মা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোয় হাজার হাজার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্যে চারমাস চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) হাজার হাজার সমর্থকের উচ্ছ্বসিত সংবর্ধনায় উৎসবমুখর পরিবেশে দেশে ফিরেছেন তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২-এ তার বাসভবনে যাওয়ার রাস্তার উভয়পাশে জড়ো হয়ে তাকে স্বাগত জানান হাজারো সাধারণ মানুষও।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বুধবার (৭ মে) বিএনপি জানিয়েছে, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ জনগণ এবং নেত্রীকে (খালেদা) স্বাগত জানাতে আসা দলের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন’।
দলটি আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী), পুলিশ, র্যাব এবং বিমান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, লন্ডনে চিকিৎসা শেষে শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল অবস্থায় দেশে ফিরেছেন খালেদা জিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে