Views Bangladesh Logo

সাকিবকে ছাড়িয়ে বিপিএলে নতুন রেকর্ড গড়লেন তাসকিন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বচেয়ে বেশি উইকেট শিকারের শিকারের নতুন রেকর্ড গড়ার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদ। আর এই কীর্তিটি গড়লেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে।

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের রেকর্ড ছুঁতে তাসকিনের প্রয়োজন ছিল স্রেফ একটি উইকেট। রোববার (২৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নতুন রেকর্ড গড়েন তিনি। এবারের বিপিএলে তার উইকেট এখন ২৪টি।

২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল মাত্র ১১ ম্যাচ।

এক আসরে ২২টি উইকেট নেওয়ার রেকর্ড আছে ছয়টি। সেখানেও আছেন তাসকিন। ২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও এই কৃতিত্ব প্রথম দেখান ক্যারিবিয়ান পেসার কেভন কুপার। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছিলেন তিনি।

এরপরে ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে ২২ উইকেট নেন সাকিব, ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২২টি নেন মাশরাফি বিন মুর্তজা এবং একই আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২২ উইকেট নেন রুবেল হোসেন। সর্বশেষ গত বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ