২১ সেরা করদাতাকে সম্মাননা দিল কর অঞ্চল নারায়ণগঞ্জ
২০২২-২৩ করবর্ষের ২১ সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে কর অঞ্চল নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার ২০২২-২৩ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী মহিলা ও তরুণ (৪০ বছর বয়সের নীচে) ক্যাটাগরিতে ২১ জনকে এ সম্মাননা সনদ দেওয়া হয়।
কর অঞ্চল নারায়ণগঞ্জের কমিশনার শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য ও কর আপীল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল।
এসময় মো. নাজমুল করিম বলেন, কর-বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে আয়কর আহরণ বৃদ্ধির জন্য এনবিআর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। করদাতারা যাতে সহজে করের বিভিন্ন নিয়মকানুন বুঝতে পারেন, সে উদ্দেশ্যে বাংলায় আয়কর আইন প্রণয়ন করা হয়েছে। এছাড়াও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ব্যবস্থা প্রচলন করা হয়েছে।
এদিকে সেরা করদাতা হিসেবে সম্মাননা পাওয়া অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন শারমিন ফেরদৌসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যারা পুরস্কার পেয়েছেন তাদের জন্য কর বিভাগের আমরাও গর্বিত। করদাতাদের সহযোগিতায় কর অঞ্চল নারায়নগঞ্জ নিয়মিত সাফল্য দেখাচ্ছে। চলতি অর্থবছর গত বছরের এই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি রিটার্ন জমা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে