Views Bangladesh Logo

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকবে

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরের মতো এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট পেশ করার সময় এ ঘোষণা দেন তিনি।

বর্তমানে ব্যক্তিগত করদাতাদের জন্য করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা ২০০৯-১০ অর্থবছরে ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা, যা ধাপে ধাপে বাড়িয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। নারী, প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সদস্য এবং গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আরও বেশি। এতে করদাতারা নিয়মিতভাবে কর পরিশোধে উৎসাহিত হয়েছেন বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটে বিদ্যমান স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে তিনি স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করধাপ সমন্বয়পূর্বক বিদ্যমান সর্বোচ্চ করহার ২৫ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেন।

এ ছাড়াও বাজেট বক্তৃতায় স্বাভাবিক ব্যক্তি করদাতা, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য করধাপ ও করহার নির্ধারণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বর্তমানে করধাপ ৩ লাখ ৫০ হাজার টাকার করহার শূন্যকর নতুন অর্থ বছরেও তা অপরিবর্তিত রাখা হবে। পরবর্তী এক লাখ টাকার ওপর বর্তমানে ৫ শতাংশ কর রয়েছে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরেও তা ৫ শতাংশ থাকছে।

তা ছাড়াও পরবর্তী ৩ লাখ টাকার ওপরে আয়ে ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা আয়ের ওপর ১৫ এবং পরবর্তী ৫ লাখ টাকা আয়ের ওপর ২০ শতাংশ আয়কর অপরিবর্তিত থাকছে। অবশিষ্ট টাকার ওপর ২৫ শতাংশ ও পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার ওপর ৩০ শতাংশ আয়কর দিতে হবে

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ