Views Bangladesh

Views Bangladesh Logo

৪০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে ট্রাকসেলের মাধ্যমে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (২ এপ্রিল) কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে এপ্রিল মাসের বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির যে সিদ্ধান্ত রয়েছে, এর প্রথম চালান ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (আজ) থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে।

তিনি বলেন, ভারত বর্তমানে পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছে। কিন্তু আমাদের অনুরোধের প্রেক্ষিতে তারা ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রফতানি করবে। এর প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছে গেছে। তিনি জানান, পেঁয়াজ যেহেতু পচনশীল পণ্য, তাই এর গুণাগুণ দেখে পরবর্তী চালান আনার সময় নির্ধারণ করা হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ঢাকায় ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন এর ফলে ৬৪ জেলার অন্তত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ঢাকা শহরের ১০৩টি, চট্টগ্রামের ৫৫টি এবং গাজীপুরের ১৭-২০টি স্পটে একযোগে বিক্রি করবে টিসিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ