আগের দামেই চিনি বিক্রি করবে টিসিবি
প্রতি কেজি চিনির দাম ১০০ টাকা নয়, ৭০ টাকাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্তের কথা জানায় টিসিবি।
সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির এক অডিও বার্তায় সাংবাদিকদের জানান, টিসিবি চিনির দাম ১০০ টাকা হবে না, আগের দামে অর্থাৎ ৭০ টাকায় বিক্রি হবে।
এর আগে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ার কথা জানিয়েছিল টিসিবি। সেসময় তারা জানায়, প্রতি কেজিতে চিনির দাম ৩০ টাকা বাড়ানো হবে। পরে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে সরকারি সংস্থাটি। এর ফলে বৃহস্পতিবার আগের দামে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি।
এদিকে চিনি ছাড়াও টিসিবির অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে ১০০ টাকা লিটার দরে দুই লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১৫০ টাকায় খেজুর ও ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল।
বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারে ভর্তুকি মূল্যে পণ্য (ভোজ্য তেল-ডাল-চাল-চিনি) বিক্রি শুরু করেছে টিসিবি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে