Views Bangladesh Logo

সুপ্রিম কোর্টের রায়ের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। তাদের নিয়োগ বাতিলে হাইকোর্টের রায় স্থগিতের পর বিক্ষোভ প্রত্যাহার করে নিজ নিজ জেলায় ফিরে যাচ্ছেন তারা।

সোমবার (৩ মার্চ) শিক্ষক পদে নির্বাচিত তিন পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এক মাসের মধ্যে শিক্ষক পদে যোগদানের নির্দেশও দিয়েছেন সর্বোচ্চ আদালত।

গত বছরের ৩১ অক্টোবর তৃতীয় পর্যায়ের নিয়োগের চূড়ান্ত ফলাফলে তাদের নির্বাচিত করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালুকদার পিয়াস বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে খুবই খুশি। আমাদের নিয়োগের দাবি ন্যায্য প্রমাণিত হয়েছে’।

‘আর কোনো বিক্ষোভ নেই। আন্দোলন শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিক্ষোভের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করব’।

এ আন্দোলনে সমর্থন করায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচিত আরেকজন শিক্ষক ফাহাদ।

‘গণমাধ্যম কর্মীদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। এই বিজয়ে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনারাই প্রথম আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সাহায্য কখনো ভুলব না’- বলেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ