Views Bangladesh

Views Bangladesh Logo

প্রকাশ্যে সিগারেট খেতে বাধা, শিক্ষককে ছুরিকাঘাত

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কুষ্টিয়ায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষক ও তার ভাইকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। একইসাথে ওই শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালান হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের শিকার শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক। আহতদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারাজী পাড়া জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট টানছিল। এমন সময় শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকার যুবক জয়, প্রান্ত, জিসান, সাফায়েত, রাব্বি, হাবিবুর রহমান হ্যাপিস, শিক্ষক শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে ছুরিকাঘাত ও মারপিট করে। একইসাথে ওই শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজন শামীম ও তার ভাইকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই রাতেই শামীম হোসেন কুষ্টিয়া মডেল থানায় বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ পরে দুই আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, এ মামলার দুজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ