Views Bangladesh Logo

মুক্তি পেলো ‘দাগি’ সিনেমার টিজার

'সুড়ঙ্গ' সিনেমা করার পর থেকে বড় পর্দায় আফরান নিশোর উপস্থিতির জন্য দর্শক অপেক্ষা করছেন গত দুই বছর ধরে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। এবার ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি, তার নতুন সিনেমা 'দাগি'তে।

ঈদুল ফিতরে মুক্তি পেতে চলা এই সিনেমায় আফরান নিশোকে তিনটি ভিন্ন লুকে দেখা যাবে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি ও এসভিএফ মঙ্গলবার (১১মার্চ) রাতে এক মিনিট ৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছে। টিজারের ক্যাপশনে বলা হয়েছে, "জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন! দাগির সাথে দেখা হবে এই ঈদুল ফিতরে।"

টিজারে আফরান নিশোকে তিনটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথমে তাকে বড় চুলে, তারপর সাধারণ চেহারায় এবং শেষে ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে উপস্থিত হতে দেখা গেছে। এই সিনেমায় তার চরিত্রের নাম নিশান। টিজারে আরও দেখা গেছে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমকেও।

সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। তিনি বলেন, "দর্শকরা টিজারটি পছন্দ করেছেন, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এটি শুধু প্রথম ঝলক, আরও চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে।" 'সুড়ঙ্গ' সিনেমার পর এটি আফরান নিশোর দ্বিতীয় সিনেমা। নিশো এই সিনেমা নিয়ে বলেন, "প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে।"

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, "টিজার প্রকাশের পর দর্শকদের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। যখন দর্শক সিনেমা দেখে প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।"

'দাগি' সিনেমার গল্পে মুক্তি ও প্রায়শ্চিত্তের বিষয় তুলে ধরা হবে, যা দেশের দর্শক আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমার শুটিং শেষ হয়েছে গত মাসের শেষের দিকে এবং এটি ঢাকা, সৈয়দপুর, রাজশাহী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ