Views Bangladesh

Views Bangladesh Logo

অনলাইন মার্কেটপ্লেস নিয়ন্ত্রণে ইইউর নতুন আইন প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

ডিজিটাল মার্কেট প্লেসের ব্যবসা নিয়ন্ত্রণে আনতে নতুন আইন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। আইনের অধীন যেকোনো অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান চাইলেই নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পরিষেবার পদ্ধতি নির্ধারণ করতে পারবে না।

তাদের অবশ্যই ডিজিটাল মার্কেটস অ্যাক্ট-ডিএমএ অনুযায়ী  পরিষেবা দিতে হবে। নতুন এ আইন আগামী বছর থেকেই কার্যকর হবে।   

ডিএমএর  প্রধান লক্ষ্যগুলোর  মধ্যে অন্যতম হচ্ছে, জায়ান্ট প্রতিষ্ঠানের হাত থেকে তুলনামূলক   ছোট কোম্পানিগুলোর অগ্রগতিকে পিষে ফেলা থেকে রক্ষা করা। নতুন আইনে  আইফোন  প্রস্তুতকারককে তার পণ্যগুলোতে বিকল্প অ্যাপ স্টোরের অনুমতি দিতে বাধ্য করবে। অর্থাৎ  ব্যবসায়িক গ্রাহকদের সঙ্গে মূল তথ্য শেয়ার করতে হবে৷ একইরকম ভাবে অ্যালফাবেট, অ্যামাজন, অ্যাপল,  বাইটড্যান্স, মেটা, মাইক্রোসফ্ট এবং স্যামসাংয়ের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পরিষেবা প্রদানের সিদ্ধান্তের বাইরে এসে আইন অনুযায়ী পরিষেবা প্রদান করতে হবে।     

এদিকে কোন পরিষেবাগুলো পরবর্তী প্রবিধানের আওতায় পড়বে  তার নাম জানাবে ইউরোপীয় কমিশন।  তবে এ তালিকায়  অন্যান্যদের মধ্যে আমাজন মার্কেটপ্লেস, অ্যালফাবেটের গুগল অনুসন্ধান এবং অ্যাপলের অ্যাপ স্টোর অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।   

এর আগে ফেসবুক যেমন নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী  ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল,  গুগলের ইউটিউব অধিগ্রহণের ঘটনা ঘটেছিল, এখন  ডিএমএ শর্তানুযায়ী  সমস্ত টেকওভার সম্পর্কে কমিশনকে  অবহিত করতে হবে।  তবে পর্যবেক্ষকরা বলছেন, আইনটি  ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন সমস্যার সৃষ্টি  করতে পারে। কারণ অ্যাপলের মতো কিছু কোম্পানি আইনি চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে।

এবিষয়ে ইইউর শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা ও শিল্প কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, "ব্রাসেলস ইতিমধ্যে সংস্থাগুলোর সঙ্গে  সম্মতি নিয়ে আলোচনা করছে। তবে যদি তারা প্রস্তাবিত সমাধানগুলো যথেষ্ট ভাল না হয় তবে আমরা কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করব না।"   এদিকে  ব্যবসায়িক প্রতিযোগিতার  নিয়ম ভঙ্গ করলে  একটি ফার্মের বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি একই ঘটনার পুনরাবৃত্তির  জন্য ২০ শতাংশ পর্যন্ত জরিমানা হবে।    উল্লেখ্য, সংস্থাগুলোকে অবশ্যই ২০২৪ সালের ৬ মার্চের মধ্যে আইনের প্রতি সম্মতি জানানোর জন্য  প্রস্তুত হতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ