জেনেভা ক্যাম্পে সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোরের হাসপাতালে মৃত্যু
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩ বছরের মো. রহমত নামের কিশোর মারা গেছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেনেভায় গোলাগুলি হয়। এসময় সে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রহমত নরসুন্দর শ্রমিক শামসের আলীর কনিষ্ঠ পুত্র।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রহমতের বড় ভাই মোহাম্মদ মুরাদ বলেন, ‘রহমত পানি আনতে বাসা থেকে বের হয়, তখনই গুলির মধ্যে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে