Views Bangladesh Logo

দারুসসালামে ঈদের দিন ধর্ষণের শিকার কিশোরী

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর দারুসসালামের একটি আবাসিক হোটেলে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, শাহ আলী এলাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করে মেয়েটি। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুরে অভিযুক্ত যুবক তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে যায়। পরে কৌশলে তাকে ওই আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে।

বাসায় ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

তবে পুলিশের দাবি, ধর্ষণে অভিযুক্ত যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ