টিপকাণ্ড: লতা সমাদ্দার, সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর ফার্মগেটের আলোচিত টিপকাণ্ডের ঘটনায় লতা সমাদ্দার, সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেছেন পুলিশের সাবেক কনস্টেবল নাজমুল তারেক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) করা মামলায় অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, নির্মাতা চয়নিকা চৌধুরী, অধ্যাপক মলয় মালা, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, ভাবনাসহ আরও অনেকে অভিযুক্ত হয়েছেন।
নাজমুল দাবি করেন, ২০২২ সালের ২ এপ্রিল উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় লতা সমাদ্দারের সঙ্গে তার ধাক্কা লাগে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে তাকে দোষারোপ করে অনেকে প্রতিবাদ করেন, যা পুলিশ বাহিনী ও ব্যক্তিগত সম্মানহানির কারণ হয়েছে।
এজাহারে বলা হয়, নাট্যজগতের অনেকে ইচ্ছাকৃতভাবে কপালে টিপ পরে প্রতিবাদ করে পুলিশ ও মুসলিম সমাজকে হেয় করেছেন। এসব কর্মকাণ্ডে নাজমুল সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতির শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে