Views Bangladesh

Views Bangladesh Logo

ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা চালানো হয়েছে: ইরান

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রানের ভূখণ্ডে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সূত্ররা। তবে এ নিয়ে ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালানো হয়েছে। আর এ হামলার সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়।

ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার দেশটির ইস্পাহান শহরে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা সন্দেহভাজন ড্রোনকে ভূপাতিত করতে গিয়ে শোনা গেছে।

স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, ইস্পাহানের আকাশে উড়ন্ত তিনটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপাতত ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই তেহরানের।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে বিদেশি শক্তির সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়। তারা বাইরে (বিদেশি রাষ্ট্র) থেকে কোনো হামলার শিকার হননি। খুব সম্ভবত এটি অভ্যন্তরীণ বিষয়।

এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করেনি ইসরায়েল। তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই হামলার মাধ্যমে ইসরাইল একটি স্পষ্ট বার্তা দিয়েছে, সেটা হলো চাইলে তারা ইরানের অভ্যন্তরে অতর্কিতে হামলা চালাতে সক্ষম।

রয়টার্স জানিয়েছে, হামলার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি জানিয়েছিল ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র হামলার কথা জানলেও এতে সমর্থন দেয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এই ড্রোনগুলোকে ভূপাতিত করে।

সেনাবাহিনীর কমান্ডার সিয়াভোশ মিহানদোস্ত জানান, আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহজনক বস্তুকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।

এর পরও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইরানের সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমেও খুব বেশি গুরুত্ব পায়নি এটি।

অপরদিকে ইসরায়েলের এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ