Views Bangladesh Logo

এবার টেলিটকের সিম চলবে রবি নেটওয়ার্কেও

প্রায় ৮ মাস অপেক্ষার পর টেলিটকের সঙ্গে ‘ন্যাশনাল রোমিং’ এর অনুমতি পেয়েছে রবি। যেখানে টেলিটকের গ্রাহকরা রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে আবার রবির গ্রাহকরা টেলিটকের।

বিষয়টি এমন, কোথাও টেলিটকের নেটওয়ার্ক নেই কিংবা তা দুর্বল তখন ওই এলাকায় রবির নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের মোবাইল সেবা পাবেন টেলিটক গ্রাহকরা। আবার এই একই সুবিধা মিলবে রবির গ্রাহকের ক্ষেত্রেও। তারা ব্যবহার করতে পারবেন টেলিটকের নেটওয়ার্ক।

রবিকে এই অনুমতি দেয়ার বিষয়টি ভিউজ বাংলাদেশ'কে নিশ্চিত করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ পর্যায় হতে।

এরআগে রবির আবেদনের প্রেক্ষিতে রবিকে এই অনুমতি দিতে টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন চেয়েছিল বিটিআরসি। নিয়ন্ত্রণ সংস্থাটি এখন নিশ্চিত করেছে রবিকে এই অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি পেলে ছয়মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালানোর কথা বলেছে রবি। এখন অনুমতি পাওয়ার পর কবে নাগাদ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে আর বাণিজ্যিকভাবে গ্রাহকরা এই সেবা পাবে তা দেখার বিষয়।

রবি এই ন্যাশনাল রোমিং নিয়ে বিটিআরসির কাছে আবেদনে বিস্তারিত তুলে ধরেছিল। তারা সেখানে ন্যাশনাল রোমিংয়ের বিভিন্ন শেয়ারিং পদ্ধতি, মোডালিটি, কানেক্টিভিটি টপোলজিসহ রোমিংয়ের সুবিধা ও চ্যালেঞ্জগুলো দেখিয়েছিল।

রবি জানায়, অপারেটরদের মধ্যে রেডিও কোর সিগন্যালিংয়ে দুটি নেটওয়ার্কে মাল্টিভেন্ডর ইন্টিগ্রেশন বড় চ্যালেঞ্জ। আছে আইপি কনফ্লিক্ট ইস্যু। সবমিলে এর জন্য ইকোসিস্টেম তৈরি করার রয়েছে।বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার আর টেলিটকের ৬৫ লাখ ।প্রায় ৮ মাস অপেক্ষার পর টেলিটকের সঙ্গে ‘ন্যাশনাল রোমিং’ এর অনুমতি পেয়েছে রবি।যেখানে টেলিটকের গ্রাহকরা রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে আবার রবির গ্রাহকরা টেলিটকের।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, মাস খানেকের মধ্যেই তারা পরীক্ষামূলকভাবে এটি চালু করবেন। সর্বোচ্চ ৬ মাস পরীক্ষামূলকভাবে দেখার পর তারা এটি বাণিজ্যিকভাবে চালু করতে চান।

তিনি উল্লেখ করেন, ‘এটা সফল করতে ইকোসিস্টেমে পরিবর্তন দরকার। ‘ন্যাশনাল রোমিং’ প্রক্রিয়ায় যে সমস্যা গুলো রয়েছে সেগুলো সমাধানে সরকারকে গুরুত্ব দিতে হবে।

সাহেদ আলম বলেন, রবির নেটওয়ার্ক পেলে নি:সন্দেহে টেলিটকের গ্রাহকরা উপকৃত হবে।

ইতোমধ্যে চলতি বছরের ২৬ মার্চ দেশে বাংলালিংক-টেলিটক সীমিত পরিসরে এই ন্যাশনাল রোমিং সেবা চালু করেছে। এই সেবা উদ্বোধনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ‘প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় বাংলাদেশে ন্যাশনাল রোমিং চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবি এই ন্যাশনাল রোমিং নিয়ে বিটিআরসির কাছে আবেদনে বিস্তারিত তুলে ধরেছিল। তারা সেখানে ন্যাশনাল রোমিংয়ের বিভিন্ন শেয়ারিং পদ্ধতি, মোডালিটি, কানেক্টিভিটি টপোলজিসহ রোমিংয়ের সুবিধা ও চ্যালেঞ্জগুলো দেখিয়েছিল।

রবি জানায়, অপারেটরদের মধ্যে রেডিও কোর সিগন্যালিংয়ে দুটি নেটওয়ার্কে মাল্টিভেন্ডর ইন্টিগ্রেশন বড় চ্যালেঞ্জ। আছে আইপি কনফ্লিক্ট ইস্যু। সবমিলে এর জন্য ইকোসিস্টেম তৈরি করার রয়েছে।

বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার আর টেলিটকের ৬৫ লাখ ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ