পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০.৩ ডিগ্রিতে, আসতে পারে শৈত্যপ্রবাহ
চলতি মৌসুমের পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এই এলাকায় তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে কিছু জেলায় আসতে পারে মৃদ্যু শৈত্যপ্রবাহ।
এদিন পঞ্চগড় ছাড়াও কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রীর ঘরে নেমেছে। আবহাওয়া অফিসের সকালের তথ্যমতে, দিনাজপুরে ১০ দশমিক ছয়, চুয়াডাঙ্গায় ১০ দশমিক আট, ঈশ্বরদী ও ডিমলায় ১১ দশমিক পাঁচ, বদলগাছীতে ১১ দশমিক ছয়, ময়মনসিংহ ১১ দশমিক সাত, নিকলী ও যশোরে ১১ দশমিক আট ডিগ্রি এবং সৈয়দপুর, রাজশাহী ও রাজারহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
এদিকে আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাতের তাপমাত্রা হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। যেসব জেলার তাপমাত্রা বর্ডার লাইনে আছে, সেগুলো মৃদ্যু শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে। তবে শৈত্যপ্রবাহ দু-এক দিনের বেশি দীর্ঘ হবে বলে মনে হচ্ছে না। এই প্রভাব কেটে গেলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।’
বজলুর রশিদ আরও বলেন, ‘আগামী ৭২ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা দশমিক পাঁচ থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রোববার থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে