Views Bangladesh

Views Bangladesh Logo

ব্যাপক বন্দুকযুদ্ধের পর থমথমে থানচি

District  Correspondent

জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে আজ সন্ধার পর থেকে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলি হয়েছে। তীব্র বন্দুকযুদ্ধ শেষ হলেও থানচি বাজারজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) এবিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা জানান, থেমে থেমে চলা বন্ধুক শেষ হয় রাত ১১টায়।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৮টার দিকে থানচি পাহাড়ের পূর্ব ও দক্ষিণ দিক থেকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কেএনএফ-এর সদস্যরা থানচি থানায় গুলি চালায়। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালায়। পরে সেখানে অবস্থানরত বিজিবি ও সেনা সদস্যরাও জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

পরিস্থিতি এখন শান্ত। তবে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বন্দুকযুদ্ধের কারণে বাজার ও সংলগ্ন এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন বুধবার দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাইরে বের হচ্ছেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ