Views Bangladesh Logo

ফের উত্তেজনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের বাসিন্দারা সীমান্ত সংলগ্ন এলাকায় মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সমর্থনে প্রায় ৫০০-৬০০ ভারতীয় নাগরিক কাঁটাতারের বেড়ার পাশে জড়ো হন এবং বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশি বাসিন্দারা তাদের তাড়া করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের সময় ভারতীয় নাগরিকরা বেশ কয়েকটি কাঁচা বোমা বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

বিকেল ৩টা পর্যন্ত সীমান্তে থেমে থেমে উত্তেজনা চলতে থাকে। পরিস্থিতি শান্ত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে।

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

সীমান্তে উত্তেজনা এড়াতে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

তবে, বিজিবির হস্তক্ষেপে বিএসএফ সীমান্তে বেড়া নির্মাণের কাজ বন্ধ করতে বাধ্য হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ