Views Bangladesh

Views Bangladesh Logo

জম্মু-কাশ্মিরে নির্মাণ সাইটে হামলা, চিকিৎসকসহ নিহত ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে একটি নির্মাণ সাইটে হামলায় একজন চিকিৎসকসহ সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ অক্টোবর) রাতে কাশ্মিরের গান্ডারবাল জেলায় এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, জম্মু ও কাশ্মিরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণস্থলে হামলাকারীদের গুলিবর্ষণে একজন চিকিৎসক এবং ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন বলে রোববার সরকারি সূত্র জানায়।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, রোববার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বেসরকারি একটি সংস্থার ওই নির্মাণ সাইটে ঢুকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়তে শুরু করে হামলাকারীরা। হামলায় নিহতদের তালিকায় রয়েছেন বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ। বাকি ৬ নিহত শ্রমিক হচ্ছেন- পাঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০), বিহারের ইন্দর যাদব (৩৫), কাঠুয়ার জগতার সিং (৩০) ও মোহন লাল (৩০), কাশ্মিরের ফয়েজ আহমেদ লোন (২৬) ও জাহুর আহমেদ লোন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় সংস্থাটির দুটি গাড়ি পুড়ে গেছে। তল্লাশি অভিযান চালানোর কারণে ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলাকায়। এই লোকেরা এলাকার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিল। নিরস্ত্র এই নিরীহ শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মৃতদের স্বজনদের সমবেদনা জানাই।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ