শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়, ৫.৮ ডিগ্রি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। তার ওপর বেশ কয়েকদিন ধরে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এমন বৈরী আবহাওয়ার মধ্যে শুক্রবার সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় চলতি শীত মৌসুমের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এ বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, তিন দিন আগে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়াও সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর এ শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, যখন দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে তখন তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। আর যখন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তখন সেই তাপমাত্রাকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসবে শ্রেণিবদ্ধ করা হয়। তবে তাপমাত্রার পারদ বেড়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটাকে হালকা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়াও আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কিছু অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আগামীতে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
তবে আবহাওয়াবিদ নাজমুলের মতে, আগামী দিনগুলিতে আবহাওয়া আরও রৌদ্রোজ্জ্বল হবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছু অংশে শৈত্যপ্রবাহের তীব্রতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে