Views Bangladesh

Views Bangladesh Logo

প্রিন্সেস ডায়ানার মৃত্যু দিয়ে যবনিকাপাত ঘটছে দ্য ক্রাউনের

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

নেটফ্লিক্সের দাবি, রানী দ্বিতীয় এলিজাবেথের শাসনের কাহিনি সময়ের সঙ্গে তুলে ধরছে 'দ্য ক্রাউন' সিরিজ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এই সিরিজের যবনিকাপাত ঘটতে যাচ্ছে। এ পর্যায়ে এসে ব্রিটিশ রাজতন্ত্রের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয়ে মনোযোগ ঢেলে দেওয়া হয়েছে। আর তা হলো প্রিন্সেস ডায়ানার মৃত্যু।

সিরিজের ষষ্ঠ এবং শেষ সিজন প্রকাশ হচ্ছে দুটো পর্বে। পিটার মরগানের পুরস্কারজয়ী এই সিরিজ বেশ সমালোচনারও সম্মুখীন হয়েছে।

বৃহস্পতিবার প্রথম পাঁচ পর্বের প্রিমিয়ার হবে। আসছে ডিসেম্বরের ১৪ তারিখ শেষ পাঁচ পর্ব। মোট ৬০ ঘণ্টার ইতিহাস ফুটে উঠবে পর্দায়। এই সিরিজের শুরু হয়েছিল ২০১৬ সালে।

ফিলিপের সঙ্গে ১৯৪৭ সালে বিয়ে থেকে শুরু করে রানীর জীবন দেখানো হয়েছে ২০০০ সালের প্রথম দিন পর্যন্ত। এ সময়ে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের কাহিনি।

এই সিজনে চিত্রায়িত হয়েছে প্রিন্স ডায়ানার জীবনের শেষ কয়েকটি সপ্তাহ। বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার টালমাটাল বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে ১৯৯৭ সালের ৩১ আগস্ট তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যু পর্যন্ত।

সেদিন প্যারিসের আলমায় একটি দ্রুতগতির বিএমডব্লিউতে ছিলেন ডায়ানা এবং তার প্রেমিক ডোডি আল-ফায়াদ। পাপারাৎজ্জিরা পিছু নিয়েছিলেন। আলমার এক টানেলে পিলারের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা, ফায়াদ এবং গাড়িচালক হেনরি পল।

ডায়ানা ছিলেন গোটা বিশ্বে তুমুল জনপ্রিয় এক ব্যক্তিত্ব। টনি ব্লেয়ার তাঁকে 'গণমানুষের প্রিন্সেস' বলে মন্তব্য করেছিলেন। ডায়ানার মৃত্যুতে রাজপরিবারের প্রতিক্রিয়ায় চারদিক থেকে সমালোচনার বান আসে। এ থেকে বেরিয়ে আসতে কয়েক বছর লেগে যায়।

সংবাদ সংস্থা এএফপিকে রাজকীয় ঐতিহাসিক এড ওয়েন্স বলেন, 'বিষয়টি খুবই স্পর্শকাতর। কারণ ঘটনাটি রাজতন্ত্র এবং রাজপরিবারের জন্য গুরুত্ববহ ছিল এবং ডায়ানার পরিবার সংশ্লিষ্টরা এখনও বেঁচে রয়েছেন, বিশেষ করে তার দুই পুত্র উইলিয়াম এবং হ্যারি।'

'প্রথম পর্ব থেকে চলে আসা সিরিজের চৌম্বক মুহূর্ত এটি। এখানে প্রশ্ন উঠবে পিটার মরগানন কি এই রাজতন্ত্রণের বন্ধু, না কি শত্রু। এই সিরিজ থেকে বোঝা যাবে তিনি (পিটার) কি এমন এক রাজতন্ত্রকে ভাবছেন যারা বড় কোনো ভুল করেছে এবং যাদের আধুনিকায়ন প্রয়োজন, না কি তারা ১৯৯৭ সাল থেকে নিজেদের সফলভাবে আধুনিক করে তুলতে সমর্থ হয়েছে', বলেন তিনি।

অপরিসীম দায়িত্বশীলতা
শেষ সিজনে বাকিংহাম প্যালেসে ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর ডায়ানার শেষকৃত্যে রানী এলিজাবেথের উপস্থিতির ঘটনাকে চিত্রায়িত করা হয়েছে। তিনি ডায়ানার জন্য শোক পালন করছেন এবং জনগণের মাঝে ছড়িয়ে পড়া হাহাকার ভাগ করে নিচ্ছেন, ভাষণ দিচ্ছেন।

এই চিত্রায়নকে 'অপরিসীম দায়িত্বশীলতা' বলে মন্তব্য করেছেন ইমেলডা স্টানটন, যিনি শেষ দুই সিজনে রানীর ভূমিকায় অভিনয় করেছেন। ইমেলডা বলেন, 'জাতির উদ্দেশে এটা ছিল রানীর অবিশ্বাস্যরকম শক্তিশালী এক ভাষণ যা মানুষ মনে রাখবে।'

সহমর্মিতা ও সহানুভূতি নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতার কারণে ডায়ানার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। ব্রিটেনের বাইরে গোটা বিশ্বে তাঁর ভক্ত-অনুরাগী ছিলেন। তাঁর ব্যক্তিত্বের ছটার ঝলকে চার্লস এবং তাঁর স্ত্রী রানী ক্যামিলিয়ার ভাবমূর্তি ঢাকা পড়েছিল। চার্লস এবং ডায়ানার বিবাহ বিচ্ছেদের পেছনে ক্যামিলিয়ার হাত ছিল বলে মনে করা হতো এবং এ কারণে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে তাঁকে বেগ পেতে হতো।

এই সিরিজ নিয়ে কখনও কোনো মন্তব্য করেননি রাজপরিবারের সদস্যরা। তবে প্রথম দিকে লেডি ডায়ানার দৈব দর্শনে তাঁকে 'ভূত' হিসেবে নিয়ে আসায় সমালোচনা স্ফূলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে তাঁকে অসম্মান করা হয়েছে বলে মন্তব্যের ঝড় ওঠে।

তবে এটা 'দ্য ক্রাউন'-এর জন্য প্রথম সমালোচনা নয়। প্রথমবারের মতো যে তরুণ প্রজন্ম তাদের রাজা-রানীর ইতিহাস দেখছেন, তাদের সামনে কাহিনিকে উপযোগী করে তোলাও চ্যালেঞ্জিং ছিল।

সিজন এগিয়ে যাওয়ার সঙ্গে আরো অনেক অভিযোগ তোলা হয়। বর্তমান রাজাকে অবিশ্বস্ত স্বামী, এমনকি '৯০-এর দশকে চার্লস তাঁর মায়ের পদত্যাগ কামনা করছেন বলেও দেখানো হয়।

গত বছর নেটফ্লিক্স নিজেদের দায় বর্জন করে জানায়, এই শো মূলত কল্পকাহিনির দৃশ্যায়ন।

এই ডকুমেন্টরির গবেষণা কাজটি করেছেন অ্যানি সালজবার্জার। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডায়ানাকে ঘিরে যে স্পর্শকাতর বিষয় ছড়িয়ে রয়েছে সে বিষয়ে মত প্রকাশ করেন। তিনি বলেন, 'ডায়ানার মৃত্যুর সময়টাতে যারা ছিলেন তারা এই ইতিহাসের সঙ্গে নিজেকে জুড়ে নিতে পারবেন। সেখানে নিজেকে উপস্থাপন করতে পারবেন এবং তাদের ধ্যান-ধারণায় রং ছড়াতেও সক্ষম হবেন। সাম্প্রতিক ইতিহাসের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হবে।'


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ