বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
গাজা যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় সোমবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য তেলের দাম বাড়ায় সৌদি আরব। এদিকে আশঙ্কা করা হচ্ছে, ইসারায়েল-হামাস দ্বন্দ্বের প্রভাব এই তেল উত্পাদনকারী অঞ্চলের উপর পড়তে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে উঠেছে। এ ছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৮৪ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৫ ডলারে উঠেছে।
সংবাদমাধ্যমটি বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় গত সপ্তাহে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমে ছিল। ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৭ শতাংশের বেশি আর ডব্লিউটিআই ক্রুডের ৬ দশমিক ৮ শতাংশ।
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছিল। কিন্তু যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে গেছে। কারণ হামাস দাবি করেছিল, বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হোক। অন্যদিকে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এমতাবস্থায় সোমবার অভিযানের অংশ হিসেবে একটি 'সীমিত সুযোগ' দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রাফাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে