Views Bangladesh Logo

আমাকে আক্রমণ করে কোনো লাভ নেই: আসিফ মাহমুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তাকে আক্রমণ করে কোনো সুফল পাওয়া যাবে না। কারণ আইনি বিষয়গুলো আদালতে নিষ্পত্তি হওয়া উচিত।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা এই জটিলতা সম্পর্কে আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি। তারা যেহেতু এ বিষয়ে বিশেষজ্ঞ, তাই তাদের পরামর্শের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেবো।’

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক যুব সমাবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, ‘সরকার একটি সম্মিলিত সংস্থা হিসেবে পরিচালিত হয়, যেখানে কেউ এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা আমার নেই। এটি আইনি জটিলতার মধ্যে রয়েছে এবং বিচারিক পর্যালোচনাধীন থাকায় আমাকে আক্রমণ করে কোনো লাভ নেই। আমাদের আইনি লড়াই আদালতে লড়তে হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং তাদের বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাবো।’

ভারতের ভূমি বাণিজ্য নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা উল্লেখ করেছেন যে- বাংলাদেশ থেকে ভারতের রপ্তানির পরিমাণ বেশি, তাই এই নিষেধাজ্ঞায় আমাদের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ আকস্মিক পদক্ষেপ আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমাদেরকে বিকল্প সমাধান খুঁজতে হবে। ব্যবসায়ীদের জন্য সাময়িক চ্যালেঞ্জ এবং ক্ষতি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে আমরা এটিকে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছি।’

উক্ত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ