Views Bangladesh Logo

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন।

আরও জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। এ ছাড়াও মোবাইলে মেসেজ পাবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। সেইসঙ্গে জানানো হয়,
উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ