Views Bangladesh

Views Bangladesh Logo

এ বিজয় ‘আমেরিকাকে শক্তিশালী করতে সাহায্য করবে’: ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৬ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, তার এ বিজয় আমেরিকাকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।

‘এটি আমেরিকার জন্য একটি সোনালী যুগ হবে,’ উল্লেখ করে ট্রাম্প তার বিজয় ভাষণে আশাবাদী মনোভাব প্রকাশ করেন।

তার বক্তৃতায় কেবল ধন্যবাদ জানানোর চেষ্টাই ছিল না, বরং দেশের ভবিষ্যতের জন্য সাহসী দৃষ্টিভঙ্গিরও ঘোষণা ছিল। ট্রাম্প তার বিজয়কে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রক্রিয়ার অংশ হিসেবে তুলে ধরেন, যা তার প্রচারণার মূল থিম ছিল এবং এটি আমেরিকার অনেক মানুষের মধ্যে গভীর সংবেদনের সৃষ্টি করেছে। তিনি নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো ফলাফল নির্ধারনী রাজ্যের কথা উল্লেখ করেন, যা তার বিজয়ে ব্যাপক সমর্থনের প্রতিফলন বলে মনে করা হয়।

ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে ভাইস প্রেসিডেন্ট হতে যাওয়া জেডি ভ্যান্সের প্রশংসা করেছেন।

ট্রাম্প অঙ্গীকার করেন, ‘এই জয়ের পর, আমরা আমেরিকাকে পুনরুজ্জীবিত করব।’

তিনি বিশ্বাস করেন, তার নেতৃত্বে আমেরিকা এক নতুন অর্থনৈতিক বিপ্লবের দিকে এগিয়ে যাবে।

সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্প এখন প্রেসিডেন্ট হওয়ার জন্য মাত্র তিনটি ইলেক্টোরাল ভোটের জন্য অপেক্ষা করছেন।

ওয়েস্ট পাম বিচে ট্রাম্প আমেরিকান জনগণকে আশ্বস্ত করেন। ‘প্রতিটি দিন আমি আপনার জন্য লড়াই করব’ উল্লেখ করে তিনি আমেরিকাকে ‘সোনালী যুগে’ নিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

এসময় ট্রাম্পের সঙ্গে মঞ্চে তার পরিবারের সদস্য স্ত্রী মেলানিয়া ট্রাম্প, তার রানিং মেট জেডি ভ্যান্স এবং হাউস স্পিকার মাইক জনসনও তার সঙ্গে ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ