এবারের পিএসসি সব থেকে আকর্ষনীয় করা হয়েছে: পেট্রোবাংলা
এবারের প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) সব থেকে আকর্ষনীয় হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সমুদ্রে ২৪ ব্লকে ডাকা তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন দরপত্রের পর সোমবার (১১ মার্চ) রাজধানীর কাওরান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এর আগে রোববার দেশের ৯টি অগভীর এবং ১৫টি গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। বিশ্বের সেরা ৫৫ বহুজাতিক তেল গ্যাস কোম্পানির কাছে দরপত্রে অংশ নেয়ার জন্য সরাসারি আহ্বান জানানো হয়েছে। দেশের ৯টি পত্র পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়েছে। বিদেশী প্রত্রিকা ইকোনোমিস্টে দরপত্রটি ছাপানো হবে। বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে দরপত্রটি পাঠিয়ে ওইসব দেশের তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন কোম্পানির সঙ্গে যোগযোগ করতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী বীরবিক্রম বলেন, 'আমরা আশা করছি, আগ্রহী কোম্পানিগুলোর ব্যাপক সাড়া পাবো। ব্রেন্ট ত্রুড অয়েলের সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে। বেশ কিছু বিষয় এ্যাড করে এটিকে আকর্ষনীয় করা হয়েছে। যারা আগ্রহী তাদের জন্য ৪ বছরের সার্ভে করার সুযোগ রাখা হয়েছে। এরপর তারা অনুসন্ধানে যেতে আবার সময় নেবে। যারা এতদিন আগ্রহ দেখিয়েছিল তারা এগিয়ে আসবে বলে আশা করছি। সমালোচনা যারা করেন তাদের মুখে ছাই দিয়ে আমরা আর্থিক ব্যবস্থাপনার উপর একটি ইতিবাচক জায়গা দেখাতে পেরেছি৷ এই যাত্রা যে শুরু হলো তা যেন সাফল্য মন্ডিত হয় সে প্রত্যাশা করছি৷'
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, 'বহু প্রতীক্ষার পর তেল গ্যাস অনুসন্ধানের প্রাথমিক কাজ আজকে থেকে শুরু হলো। ২৪টি ব্লকে আমরা বিডিং শুরু করছি। আমরা চাচ্ছি সারা বিশ্বের বিখ্যাত ও অভিজ্ঞ কোম্পানি যেন এতে অংশ নেয়। ২০২১ সালে এই কাজ শুরু করেছিলাম। মাল্টিক্লায়েন্ট সার্ভে করতে আমাদের তিন বছর চলে গেছে। ১৩ হাজার স্কয়ার কিলোমিটারের ডাটা এখন আমাদের হাতে।'
যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা প্রতিযোগিতামূলকভাবে এই বিডিং অনুষ্ঠিত হবে বলে আশা করছি। রমজানের পরে প্রি বিড মিটিং হবে। সেখানে আগ্রহী কোম্পানিগুলো অংশ নেবে বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব নুরুল আলম এবং পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে