Views Bangladesh

Views Bangladesh Logo

মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৩ মার্চ ২০২৪

মালয়েশিয়ায় ডাকাত সন্দেহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বিদেশি নিহত হয়েছেন। নিহতের একজন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) এ খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য স্টার।

পুলিশের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার পেকান-কুয়েন্তা বাইপাসের কেএম-১৭তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে তিন বিদেশি নিহত হয়েছেন বলে নিশি্চত করা হয়েছে। নিহতদের একজন বাংলাদেশের ও বাকি দুজন ভিয়েতনামী পুরুষ বলে জানানো হয়েছে। তাদের বয়স যথাক্রমে ৩৮ ও ৩৬, ৪৪ বছর। নিহতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

দেশটিতে বিভিন্ন দোকানে ডাকাত দল সেন্ট্রো গ্যাং ভাঙচুরের সঙ্গে জড়িত রয়েছে। নিহতরা ওই দলের সদস্য বলে সন্দেহ করছে পুলিশ। ভাঙচুরের বিভিন্ন ঘটনায় ৯ কোটির বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

পাহাং পুলিশপ্রধান কম দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় গাড়ির আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হয় পুলিশের। তাদের থামানোর নির্দেশ দিলে চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। পরে পুলিশের গাড়ি তাদের পিছু নেয়। ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় তারা। পরে পুলিশ পরিদর্শন করতে গাড়ি থেকে নামলে তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে গাড়িতে থাকা গ্যাংয়ের তিনজনই নিহত হন।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তল্লাশিতে একটি গ্লক-১৭ পিস্তল, সাতটি গুলি এবং পিস্তলের তিনটি খাপ পাওয়া যায়। এছাড়া পুলিশ গাড়িতে ড্রিল ও গ্রাইন্ডার, ম্যাচেট ও লোহার হাতুড়িসহ বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছে, যেগুলো বাংলাদেশিদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ