পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। নিহতদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সমা।
মৃত কিশোররা হলো: রাজশাহী মহিতার থানার মো. নেরুনের ছেলে মো. যুবরাজ, নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান ও মো. লিটনের ছেলে মো. আরিফ। তারা তিনজনই মাদ্রাসার ছাত্র ছিল।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সমা বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যায় বেশ কিছু কিশোর। তাদের মধ্যে তিন কিশোর পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে আমাদের ডুবুরিরা তাদের উদ্ধারের চেষ্টা চালায়। ডুবুরিদের প্রচেষ্টায় তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তিন কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে