মহারোমাঞ্চ ছড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু
অনেকদিন বিরতির পর গত মঙ্গলবার দিবাগত রাতে আবারও শুরু হয়েছে ৭০তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা। নতুন বছরে চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মহারোমাঞ্চ ছড়িয়ে দিল বার্সেলোনা ও বেনফিকা। দুই দল ফুটবল রূপকথার জন্ম দিয়েছে। ৯ গোলের অবিস্মরণীয় ম্যাচে বার্সেলোনা ৫-৪ গোলে হারায় পর্তুগালের ক্লাব বেনফিকাকে। উত্তেজনা-উত্তাপ আর নাটকীয়তা ভরপুর ম্যাচে কোনো রসদের কমতি ছিল না। খেলার প্রথম আধাঘণ্টার মধ্যে গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে যায় বেনফিকা। কিন্তু দ্বিতীয়ার্ধে দোর্দণ্ড প্রতাপে ম্যাচে প্রত্যাবর্তন করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানডোভস্কি ও ব্রাজিলীয় ফরোয়ার্ড রাফিনহার জোড়া গোলে রেকর্ড গড়া জয় পায় কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দর্শকরা এতো বড় স্কোর লাইন আগে কখনো দেখেনি। এ ম্যাচে বেনফিকার ব্রাজিলীয় ফরোয়ার্ড আর্থার ক্যাব্রালের লাল কার্ড দেখার ঘটনাও ঘটেছে।
পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক বেনফিকা ও বার্সেলোনার ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে। খেলার মাত্র ৩০ মিনিটের মধ্যে ভাঙ্গেলিস হ্যাটট্রিক করে স্তব্ধ করে দেয় বার্সেলোনাকে। ২, ২২ ও ৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ভাঙ্গেলিস। অবশ্য তার তৃতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে তৃতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এটি। অবশ্য তিন গোল হজমের মধ্যে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন লেভানডোভস্কি। পিছিয়ে পড়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচের চিত্রপট পাল্টে দেন রাফিনহা। ৬৪ মিনিটে নিজের প্রথম গোলটি উপহার দেন এই ব্রাজিলিয়ান। কিন্তু আরাউহোর আত্মঘাতী গোলে আবার হতাশা বাড়ে বার্সা শিবিরে। তবে ৭৮ মিনিটে লামিনে ইয়ামাল পেনাল্টি আদায় করে নেন। পেনাল্টি থেকে গোল করে খেলা জমিয়ে তোলেন লেভানডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান ১৯টি গোল করার রেকর্ড গড়েন এই পোলিশ তারকা। এরপর ম্যাচে শেষদিকের রোমাঞ্চ ছড়িয়েছে। ৮৬ মিনিটে পেদ্রির ক্রস থেকে লাফিয়ে ওঠা হেডে গোল করে দলকে ৪-৪ সমতায় ফেরান গার্সিয়া। খেলা শেষ হওয়ার অন্তিম মুহূর্তে বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করেন রাফিনহা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে বার্সেলোনা। এই ম্যাচে রেফারি মাক্কেলির কয়েকটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে, অ্যানফিল্ডে টানা জয়ের রেকর্ড ধরে রেখেছে ইংলিশ ক্লাব লিভারপুল। তারা ২-১ গোলে হারায় ফরাসি ক্লাব লিলকে। ৫৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিলে। খেলার ৩৪ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আইসা মান্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ঘুরে দাঁড়ায় ফ্রান্সের ক্লাবটি। ৬২ মিনিটে জোনাথন ডেভিডের গোলে ম্যাচে ১-১ সমতা আনে লিলে। কিন্তু কয়েক মিনিট পর লিগের ম্যাচে ফেরার আনন্দ কেড়ে নেন হার্ভি এলিয়ট। বদলি হিসেবে খেলতে নেমে ৬৭ মিনিটে গোল উপহার দেন লিভারপুলের এই ইংলিশ উইঙ্গার। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সাত ম্যাচেই জিতল লিভারপুল। এতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে দলটি। লিগের অপর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ২-১ গোলে বায়ার লেভারকুসেন ও বোলোগনা ২-১ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে