মিরপুরে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু শান্তদের, চোখ এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শেষ না হতেই অনুশীলনে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ৫ দিনের একটি অনুশীলন ক্যাম্প শুরু করেছে টাইগাররা।
চ্যাম্পিয়ন্স ট্রফি দলের পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন ছিল শনিবার। বেলা দুইটা থেকে মিরপুর শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন। এই প্রস্তুতি ক্যাম্প চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রস্তুতি ক্যাম্প শেষে দুবাইয়ে উড়ে যাবেন শান্তরা। সেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে নামার আগে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিপিএল চলাকালীন সময়েই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কাজ শুরু করে দেন।
বিপিএল থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির ব্যাপারটি আড়ালে ছিল। টুর্নামেন্টটি শেষ হওয়ায় এখন পুরোদমে অনুশীলনে ঝাঁপিয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্তরা।
ব্যাট হাতে ছন্দে নেই বাংলাদেশ অধিনায়ক। বিপিএলে বরিশালের বেশির ভাগ ম্যাচেই বেঞ্চে বসে সময় কেটেছে তার। যে পাঁচটি ম্যাচ খেলেছেন শান্ত, একটি ম্যাচ (৪১ রান) ছাড়া বাকিগুলোতে ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন। তাই তার ব্যাটিং নিয়ে বিশেষ ভাবে কাজ করছেন সালাউদ্দিন। প্রস্তুতি ক্যাম্পেও শান্ত ব্যাটিংয়ের প্রতি জোর দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখতে পারাটাই এখন শান্তর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে প্রস্তুতি ক্যাম্পে পেস বোলাররা সহ বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত বিপিএলে টানা ম্যাচ খেলার ধকল সামলাতেই খেলোয়ারদেরকে এই বিশ্রাম দেয়া হয়েছে। অনুশীলনে দলের সাথে প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়া কেউ নেইদ। কোচিং স্টাফের বাকি অন্যান্য সদস্যরা সরাসরি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
বিপিএল খেলায় ভিন্ন একটা হৃদমে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএলে প্রস্তুতির কাজ অনেকটাই হয়ে গেছে। প্রস্তুতি ম্যাচেগুলোতে চূড়ান্ত ভাবে ঝালিয়ে নিতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাস বাড়বে ক্রিকেটারদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির ক্ষেত্রে অন্য দলের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটাররা খেলার মধ্যে থাকলেও সেটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। তাই ওয়ানডে ফরম্যাটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ দল- তা নিয়ে প্রশ্ন থাকছে।
এছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর আগে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের রেকর্ড রয়েছে। গত বছর মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায় শান্তরা। এর মধ্যে ৩টি ম্যাচে জয় ও বাকি ৬টি ম্যাচে হারের রেকর্ড বাংলাদেশের। শেষ চার ম্যাচে টানা হেরেছে তারা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্য দলের তুলনায় প্রস্তুতিতে পিছিয়ে থেকেই নতুন মিশনে নামবে বাংলাদেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে